ঢাকাশনিবার , ১৯ জুন ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

বড়াইগ্রামে লাশ দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪।

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জুন ১৯, ২০২১ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

মোহাম্মদ ইব্রাহিম আলী(বড়াইগ্রাম)নাটোরঃ

নাটোরের বড়াইগ্রামে আত্মীয়ের লাশ দেখতে গিয়ে পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন একজন এবং আহত হয়েছেন ৪ জন। শনিবার সকাল ৭টার দিকে বনপাড়া-ঢাকা মহাসড়কের উপজেলার মাঝগাঁও ইউনিয়ন পরিষদের সামনে ঢাকাগামী আমবাহী ট্রাকের ধাক্কায় প্রাইভেট কার দুমড়ে-মুচড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। হতাহত সকলে প্রাইভেটকারের যাত্রী। নিহত ব্যক্তির নাম আলহাজ¦ আবু তালেব (৭৫)। সে পাবনার চাটমোহরের হান্ডিয়াল গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। আহতরা হলেন একই পরিবারের আলহাজ¦ রোকেয়া বেগম (৬৫), আলহাজ¦ রাবেয়া পারভীন (৪২) ও বড়াইগ্রামের ফুলবতী গ্রামের রানা আহমেদ (৩০)।

বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোখলেসুর রহমান জানান, উপজেলা আনছার-ভিডিপি’র সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিকা বেগম (৬৫) অসুস্থতাজনিত কারণে মারা গেলে তার লাশ দেখতে বনপাড়ার উদ্দেশ্যে আসার সময় এই দুর্ঘটনা ঘটে। এতে ৫ জন গুরুতর আহত হন। আহত সকলকে বনপাড়া আমিনা হাসপাতালে ভর্তি করা হলে আবু তালেবের মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।

আপনার মন্তব্য লিখুন