ঢাকাসোমবার , ১৯ জুলাই ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়ার জেল সুপার-ওসিসহ ৭ জনের বিরুদ্ধে এজাহার

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জুলাই ১৯, ২০২১ ১০:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়ায় এক আসামি জামিন পাওয়ার পর পুনরায় তাকে কারাগারের ভেতর থেকে তুলে মামলায় জড়িয়ে দেয়ার অভিযোগে আদালতে মামলার আবেদন করা হয়েছে।

সোমবার (১৯ জুলাই) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সদর) আয়েশা বেগমের আদালতে জেলার সরাইলের শাহবাজপুরের মোছা. রেজিয়া বেগম নামের এক নারী বাদী হয়ে মামলার আবেদন করেন।

এজাহারে আসামি করা হয়েছে জেলা কারাগারের সুপার ইকবাল হোসেন, জেলার দিদারুল আলম, ডেপুটি জেলার রেজাউল করিম, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম, পরিদর্শক (অপারেসন্স) সোহরাব আল হোসাইন, উপ-পরিদর্শক (এসআই) বাবুল ও উপ-পরিদর্শক (এসআই) সুজন কুমার চক্রবর্তীকে।

মামলার এজাহার থেকে জানা যায়, গত ২৪ জুন রেজিয়া বেগমের ছেলে হাফিজ ভূঁইয়াকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ। পরে ১৫ জুলাই সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে জামিনের ছাড়পত্র দেন। কিন্তু ওইদিন রাত পর্যন্ত কারাগারের ফটকে রেজিয়া বেগমসহ পরিবারের সদস্যরা অপেক্ষা করলেও সেদিন তিনি বের হননি।

পরদিন বিষয়টি জানতে পেরে সদর মডেল থানার পরিদর্শক (অপারেসন্স) সোহরাব আল হোসাইন, এসআই বাবুল ও এসআই সুজন কুমার চক্রবর্তী কারাগারে গিয়ে জেল সুপার ইকবাল হোসেন, জেলার দিদারুল আলম, ডেপুটি জেলার রেজাউল করিমের সঙ্গে যোগসাজশে একটি লাল গাড়ি দিয়ে হাফিজ ভূঁইয়াকে উঠিয়ে সদর মডেল থানায় নিয়ে যান। সেখানে তাকে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়। বিষয়টি জানতে পেরে রেজিয়া বেগম ও তার মেয়ের জামাতা মন মিয়া সদর মডেল থানায় যান। সেখানে পরিদর্শক (অপারেসন্স) সোহরাব আল হোসাইন হাফিজকে ছাড়তে মোটা অঙ্কের টাকা দাবি করেন, নাহলে তাকে ক্রসফায়ারে দেয়ার হুমকি দেয়া হয়।

পরে পরিদর্শককে (অপারেসন্স) বাধ্য হয়ে তারা পাঁচ হাজার টাকা দিলে রাতের ভেতরে হাফিজকে ছেড়ে দেবেন বলে জানান। কিন্তু টাকা নেয়ার পরও সদর মডেল থানার পরিদর্শক (অপারেসন্স), এসআই বাবুল ও এসআই সুজন কুমার চক্রবর্তী জানান, দাবি করা টাকা না দিলে হাফিজকে ডাকাতির মামলায় ফাঁসিয়ে দেয়া হবে বলে হুমকি দেন। অবশেষে টাকা না পেয়ে একমাস আগের এক মামলায় অজ্ঞাত আসামির স্থলে হাফিজকে আসামি করে আদালতে নেয়া হয়।

এজাহারে গত ১৬ জুলাই দুপুর ১২টা থেকে ১৭ জুলাই জেলা কারাগার ও সদর মডেল থানার সিসিটিভি ফুটেজ আদালতের মাধ্যমে সংগ্রহের অনুরোধ করা হয়।

মামলার বাদী পক্ষের আইনজীবী নিজাম উদ্দিন খান বলেন, ‘আদালত মামলাটি আমলে নিয়েছেন। এ বিষয়ে পরবর্তী কর্মদিবসে আদেশ দেয়া হবে।’

এ বিষয়ে জানতে চাইলে সদর মডেল থানার পরিদর্শক (অপারেসন্স) সোহরাব আল হোসাইন বলেন, ‘মামলার বিষয়টি আমি অবগত নয়। তাই কিছু বলতে পারছি না।’

জেলা কারাগারের সুপার ইকবাল হোসেন বলেন, ‘কারাগারে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য প্রতিনিয়ত পুলিশ আসে। গ্রেফতারের বিষয়টি আমার জানা নেই। তবে কারাগারের সীমানা প্রাচীরের ভেতর থেকে কোনো আসামিকে গ্রেফতারের নিয়ম নেই।’

এসময় হাফিজকে আসামি করা হয়েছে শুনে তিনি বিস্ময় প্রকাশ করেন।

আপনার মন্তব্য লিখুন