বেকারের আর্তনাদ
মোঃ খলিলুর রহমান
লেখাপড়া শেষ হয়েছে
বসে আছি ঘরে
কেমনে আমি পাই চাকুরী
এমন বাজার দরে।
সবাই দেখে নাক যে সিটকায়
মুখটা করে বাঁকা
বেকার জীবন এতো কষ্টের
যায় না ধরে রাখা।
মা বাবারও স্বপ্নগুলো
গেলো রসাতলে
এখন কেবল বুকটা ভাসে
দুই নয়নের জলে।
গরীব বাবার ঘরে বসে
খাচ্ছি পেটে ভাতে
আমার মতো হতভাগার
লাভ কি বলো তাতে?
ঠেলে ঠেলে বেকার জীবন
আর লাগে না ভালো
কর্ম ছাড়া এই জীবনটা
যেনো তিমির কালো।
ভুল করেছি মহা সে ভুল
লেখা পড়া শিখে
চাকুরী ছাড়া আমার জীবন
ষোলো আনাই ফিকে!
আপনার মন্তব্য লিখুন