রাকিব হোসেন, ফেনী | ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল থেকে এক হাজার পিস ইয়াবাসহ দুই নারী মাদককারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মহিপালের ঢাকামুখি লেইন থেকে তাদের আটক করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহিপালের স্টারলাইন কাউন্টারের সামনে অবস্থান নেয় গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় ১ হাজারপিস ইয়াবাসহ মোসাঃ শিউলী আক্তার(৩৫) ও নাছিমা আক্তার (৩১)কে আটক করা হয়।
আটককৃত শিউলী গাজীপুরের কালীয়াকৈর এলাকার গাবতলী গ্রামের আমীর হোসেনের স্ত্রী ও নাছিমা টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার নগে ছাওয়ানী গ্রামের রজব আলীর স্ত্রী।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি এএনএম নুরুজ্জামান বলেন, আটককৃত নারীরা বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে থাকেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জানিয়েছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।