রাকিব হোসেন, ফেনী।। ফেনীতে ৫লক্ষ টাকার ইয়াবা ও ফেন্সিডিলসহ এক মাদককারবারী গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার(১১ ফেব্রুয়ারী)সন্ধ্যার দিকে এ নিশ্চিত করেন র্যাব-৭’র ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মোঃ জুনায়েদ জাহেদী প্রতিদিনের বাংলাদেশ কে বলেন,গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল জেলার সদর উপজেলার স্টার লাইন পেট্রোল পাম্পের সামনের রাস্তার উপর থকে বুধবার(১০ ফেব্রুয়ারী) রাতে তাকে আটক করা হয়।
আটককৃত মানস চন্দ্র (৪০),চট্রগ্রামের ফটিকছড়ি উপজেলার সিংহড়িয়া গ্রামের মৃত বিজন চন্দ্রের ছেলে।এসময় ৯৬৫ পিস হালকা গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক তাকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা থেকে ফেন্সিডিল ও ইয়াবা ট্যাবলেট এনে ফেনী শহরের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল সে।উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০৪ লক্ষ ৯৪ হাজার ৫০০ টাকা। এঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।