রাকিব হোসেন,ফেনী।। স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত মহাপরিচালক ও কোভিড-১৯ টিকা বিতরণ ও প্রস্তুত কমিটির মেম্বার সেক্রেটারি ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ফেনীতে চলমান স্বাস্থ্য বিভাগের কার্যক্রম ও কোভিড-১৯ ভ্যাকসিন বুথ পরিদর্শন করেছেন।
বুধবার সকালে তিনিসহ স্বাস্থ্য বিভাগের একটি দল ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতাল থেকে পরিদর্শন কার্যক্রম শুরু করেন। এসময় তিনি হাসপাতালের নতুন ভবন ও পুরীতন ভবনে স্থাপিত কিডনী ডায়ালাইসিস বিভাগ পরিদর্শন করেন৷
এরপর ফেনী জেনারেল হাসপাতালে করোনা টিকা প্রদানের জন্য স্থাপিত বুথ পরিদর্শন করেন সেব্রিনা। পরে ফুলগাজী উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স ও টিকা কেন্দ্রগুলো পরিদর্শন ও পরশুরামের সুবার বাজারে টিকা কেন্দ্র ও উপস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করার কথা রয়েছে।
বিকালে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু কর্ণারের উদ্বোধন করবেন এবং ফেনী সদরের ধর্মপুর ইউনিয়নের জেরকাছাড় গ্রামে অবস্থিত বক্ষ্যব্যাধি হাসপাতাল সংলগ্ন জমিতে প্রস্তাবিত ট্রেনিং একাডেমির জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করবেন তিনি।
পরিদর্শনকালে স্বাস্থ্য বিভাগের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক হাসান শাহরিয়ার কবির, সিভিল সার্জন মীর মোবারক হোসেন দিগন্ত, ফেনী বিএমএ সভাপতি অধ্যাপক সাহেদুল ইসলাম কাওসার, সাধারণ সম্পাদক বিমল চন্দ্র দাস, ফেনী সদর হাসপাতালের তত্বাবধায়ক আবুল খায়ের মিয়াজী, সিনিয়র কনসাল্টেন্ট কামরুজ্জামান ও আরএমও ইকবাল হোসেন ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।