মো: ইয়াছিন আলী শেখ পাবনা জেলা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীর আলহাজ্ব মোড়ে পুলিশের অভিযানে হিরোইন ও ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৮ জুন) সন্ধা ৭টার দিকে ঈশ্বরদী থানার চৌকস পুলিশ অফিসার এস আই নাসির উদ্দিন, এ এস আই ওয়াসিম, ও সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালিত হয়।
এসময় মাদক ব্যবসায়ী অটো বাইক চালক আব্দুস সালাম মিলন সরকারকে (৪০) গ্রেফতার করে পুলিশ।
২ গ্রাম হিরোইন ও দুই পিস ইয়াবা ট্যাবলেটসহ অটো বাইক চালক মোঃ আব্দুস সালাম মিলন সরকার (৪০) পিতা মৃত রহমত আলী সরকার সং লক্ষীকুন্ডা।
এস আই নাসির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে এই অভিযান পরিচালিত হয়। সন্ধ্যার দিকে ঈশ্বরদীর আলহাজ্ব মোড়ে পুলিশী অভিযানে ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের মৃত রহমত আলী সরকারের পুত্র মাদক ব্যাবসায়ী আব্দুস সালাম মিলন সরকার সেখানে পৌঁছালে পুলিশ তল্লাশী করে তার শার্টের বুক পকেট হতে ২গ্রাম হিরোইন ও ২পিচ ইয়াবা উদ্ধার করে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী অটো বাইক চালক মোঃ আব্দুস সালাম মিলন সরকারের গ্রেফতারের ঘটনা নিশ্চিত করে জানান, মাদক আইনে মামলা দায়ের করে আগামীকাল শনিবার তাকে পাবনা জেলা হাজতে পাঠানো হবে।