পরশুরাম উপজেলায় কর্মরত গ্রাম পুলিশ সদস্যরা মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে নবনির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্বা নিবেদন করেছেন। এসময় উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াছমিন আকতার।
ইউএনও ইয়াছমিন আকতার গ্রাম পুলিশ সদস্যদের নিজ নিজ নিজ এলাকায় সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, চুরিডাকাতি সহ বাল্য বিয়ে ঠেকাতে উপজেলা প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা সহ আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
এসময় মির্জানগর ইউনিয়নের দফাদার নুরুল আলম, চিথলিয়ার দফাদার সামছুল আলম এবং বক্সমাহমুদ ইউনিয়নের দফাদার আবদুল খালেক সহ উপজেলায় কর্মরত ৩০ জন গ্রাম পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
গত বছরের এই দিনে সারা দেশের ৪৭ হাজার গ্রাম পুলিশকে সরকারি চতুর্থ শ্রেণির কর্মচারীর পদমর্যাদা দিয়ে জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সে রায়ের এক বছর পূর্তিতে পরশুরামে কর্মরত গ্রাম পুলিশ সদস্যরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্বানিবেদন করেন।
ব্রিটিশ আমল থেকে এ বাহিনী বিভিন্ন আইনের অধীনে কাজ করে আসছে। সর্বশেষ স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ সালে অন্তর্ভুক্ত করা হয়। এ আইনের অধীনে ২০১৫ সালে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) গ্রাম পুলিশ বাহিনীর গঠন, প্রশিক্ষণ, শৃঙ্খলা ও চাকরির শর্তাবলী সম্পর্কিত বিধিমালা তৈরি করা হয়।
কিন্তু এ বিধিতে তাদের কোনো শ্রেণি নির্ধারণ করা হয়নি। সে দাবির প্রেক্ষিতে ২০০৮ সালের স্থানীয় সরকার মন্ত্রণালয় গ্রাম পুলিশকে ৪র্থ শ্রেণির স্কেল নির্ধারণে অর্থ বিভাগকে চিঠি দেয়। কিন্তু কোনো সিদ্ধান্ত না নেয়ায় তারা হাইকোর্টে রিট করেছিলেন।