ঢাকাশনিবার , ২৪ জুলাই ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

পদ্মা সেতুর পিলারে ধাক্কা: ফেরির মাস্টার আটক

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জুলাই ২৪, ২০২১ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি

মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সীগঞ্জের শিমুলিয়া নৌপথে চলাচলরত রো রো ফেরি শাহ জালালের মাস্টার অফিসার আবদুর রহমানকে আটক করা হয়েছে।

আজ শনিবার (২৪ জুলাই) সকালে বাংলাবাজার ঘাট এলাকা থেকে তাকে শিবচর থানার পুলিশ আটক করে।

পুলিশ জানায়, গতকাল শুক্রবার সকালে পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারে সজোরে ধাক্কা দেয় ওই ফেরিটি। এতে ফেরিতে থাকা ৩৩টি যান একটি আরেকটির ওপর ধাক্কা দেয়। আহত হন ৩৫ জনের বেশি যাত্রী।

পরে এ ঘটনায় ফেরিটির ফিটনেস ছিল কি না, চালকের যথাযথ যোগ্যতা, শারীরিক সুস্থতা বা কোনও অবহেলা ছিল কি না-এসব বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য শিবচর থানায় জিডি হয়। সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আবদুল কাদের জিডিটি করেন।

শিবচর থানার ওসি মিরাজ হোসেন বলেন, তদন্তের স্বার্থে রো রো ফেরি শাহ জালালের ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আবদুর রহমানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। থানায় তার জিজ্ঞাসাবাদ চলছে।

আপনার মন্তব্য লিখুন