মোঃ ইব্রাহিম আলী।। নাটোরে অসহায়, দুঃস্থ ও শারিরীকভাবে অসুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ৫ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে শহরের কানাইখালী এলাকায় সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ তার নিজস্ব কার্যালয়ে এই চেক বিতরণ করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য রত্না আহমেদ বলেন, বর্তমান সরকার অসহায়, দুঃস্থ ও শারিরীকভাবে অসুস্থ মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় নাটোরের ১৪ জন অসহায়, দুঃস্থ ও শারিরীকভাবে অসুস্থদের মাঝে এককালীন সহযোগিতা হিসেবে এই চেক প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে দলীয় নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন