মুহাম্মদ রাসেল উদ্দিন, কুড়িগ্রাম।। কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভূ-পরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার ও বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে বৃহত্তর রংপুর জেলায় সেচ সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃক উপজেলার বোয়ালের দাঁড়া হতে বেরুবাড়ী স্লুইসগেট পর্যন্ত খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৪ ই ফেব্রুয়ারী) বেরুবাড়ী ইউপি চেয়্যারম্যান আব্দুল মোতালেব এর সভাপতিত্বে, খাল খননের উদ্বোধন করেন, মোঃ আছলাম হোসেন সওদাগর, জাতীয় সংসদ সদস্য, কুড়িগ্রাম ১।
এ সময় উপস্থিত ছিলেন হাবিবুর রহমান প্রকল্প পরিচালক, ইআইআরপি ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী, বিএমডিএ রংপুর সার্কেল, এ কে এম মশিউর রহমান, নির্বাহী প্রকৌশলী, বিএমডিএ, কুড়িগ্রাম রিজিয়ন, আলমগীর কবির, সহকারী প্রোকৌশলী, বিএমডিএ, নাগেশ্বরী জোন, মোহাম্মদ মোস্তাক আহমেদ সরকার, সহকারী প্রকৌশলী, বিএমডিএ, রংপুর সার্কেল সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
উক্ত আলোচনা সভায়, এলাকার উন্নয়নের আশাবাদ ব্যাক্ত করেছেন, জাতীয় সংসদ সদস্য মোঃ আসলাম হোসেন সওদাগর । উপ-সহকারী প্রকৌশলী খাইরুল বাশার এর সহযোগিতায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।