ঢাকাসোমবার , ১২ জুন ২০২৩
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

নতুন প্রজ্ঞাপন বাতিলের দাবিতে বশেমুরবিপ্রবিতে মানববন্ধন

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জুন ১২, ২০২৩ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

বশেমুরবিপ্রবি প্রতিনিধি:রিশাদ হোসেন: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রস্তাবিত নতুন প্রজ্ঞাপনের ষষ্ঠ অধ্যায়ের ২০ নং অনুচ্ছেদে উল্লেখিত নীতিমালা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরআচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে (বশেমুরবিপ্রবি) ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের শিক্ষার্থীরা।
Add 99998
সোমবার (১২ জুন) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রজ্ঞাপন বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থীরা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রস্তাবিত নতুন প্রজ্ঞাপনের ষষ্ঠ অধ্যায়ের ০৪ নং অনুচ্ছেদে বলা হয়েছে “বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের রেজিস্টার্ড ভেটেরিনারিয়ান বা ভেটেরিনারি কর্মকর্তা মৎস্যের রোগ নিরাময়ে যে ঔষধ যে ভাবে ব্যবস্থাপত্রে নির্দেশনা প্রদান করিবেন।

ফিশারিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাশেদুল ইসলাম নাহিদ বলেন, বাংলাদেশে বছরে এক হাজারের মতো ফিশারিজ গ্যাজুয়েট বের হচ্ছে কিন্তু চাকরিক্ষেত্রে আমাদের শোচনীয় অবস্থা।
এমন অবস্থায় নতুন উদ্ভাবিত সংকট কোনো ভাবে বাস্তবায়িত হয়ে গেলে আমাদের অবস্থা তলাবিহীন ঝুড়ির মতো হয়ে যাবে। আমরা অবিলম্বে এই খসড়া আইনের সংস্কার চাই।

মানববন্ধনের সমাপনী বক্তব্যে চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইয়ামিনুর রহমান সাকি বলেন আমরা আজ সকল বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ বিভাগের শিক্ষার্থীরা একযোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করেছি। যদি আমাদের দাবি মেনে না নেয়া হয় এবং বিজ্ঞপ্তি সংশোধন না করা হয় তাহলে আমরা পরবর্তীতে আমরণ অনশনে বসতে বাধ্য হবো।’

আপনার মন্তব্য লিখুন