চট্টগ্রামে ধর্ষণ মামলার সাক্ষীকে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৯ জানুয়ারি) সকালে নগরের বায়েজীদ বোস্তামি থানার ডেবারপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারকৃতরা হলেন- আব্দুল লতিফের ছেলে মো. আলমগীর (৩০) ও মৃত শেখ নুর আহাম্মদের ছেলে মাহবুব আলম (৩১)।
র্যাব-৭ এর চট্টগ্রামের সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, এক নারী ধর্ষণের ঘটনায় আরেক নারী সাক্ষী দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই নারীকে ধর্ষণ করা হয়। গত নভেম্বরে নগরের অকবর শাহ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই নারী ছয়জনের নামে মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত করে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মামলার প্রধান আসামি আলমগীর ও তার সহযোগী মাহবুব আলম আলমকে গ্রেফতার করে র্যাব। আসামিদের আকবর শাহ থানায় হস্তান্তর করা হয়েছে।
আকবর শাহ থানার ওসি জহির হোসেন জানান, আসামিদের রিমান্ডে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।