ঢাকাবৃহস্পতিবার , ১৭ ডিসেম্বর ২০২০
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

থানায় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাকের জিডি

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
ডিসেম্বর ১৭, ২০২০ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর গোপীবাগের নিজ বাসায় বুধবার ভোর রাতে দুর্বৃত্তদের অতর্কিত হামলার ঘটনায় মতিঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বুধবার দুপুরে এই সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

এ সময় সাংবাদিকদের ইশরাক হোসেন বলেন, ‘২০ থেকে ২৫ জন যুবক ভোর রাতে আমাদের বাসার গলিতে ঢুকে হেলমেট পড়ে অতর্কিত হামলা চালায়। এ বিষয়ে আমি সাধারণ ডায়েরি করার জন্য থানায় এসেছি। বিষয়টি আমি আমাদের দল এবং দলের হাই-কমান্ডকে জানিয়েছি। এই নিয়ে আমরা আগামীকাল দলের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করব।’

এ বিষয়ে পুলিশ কি বলেছে- এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমারা আমাদের অভিযোগ জানিয়েছি। পুলিশ সাধারণ ডায়েরি ভুক্ত করেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার বিষয়েও তারা আমাকে আশ্বস্ত করেছেন।’

বিজয় দিবসের এই দিনে সাবেক এক মুক্তিযোদ্ধার বাসায় হামলার বিষয়টি আপনি কিভাবে দেখেন- এমন প্রশ্নের জরাবে ইশরাক বলেন, ‘এটা যে বা যারাই করেছে- এটা একটা উস্কানিমূলক পদক্ষেপ ছিল। আমরা এ ধরণের উস্কানিমূলক পদক্ষেপে কখনো পা দিবো না। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি, আশা করি তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’

এই ঘটনার সঙ্গে কেউ জড়িত আছে বলে আপনারা সন্দেহ করছেন কিনা- এই প্রশ্নে ইশরাক বলেন, ‘আমি কাউকে কোন সন্দেহ করছি না।’

আপনার মন্তব্য লিখুন