ঢাকাসোমবার , ১ ফেব্রুয়ারি ২০২১
  1. ! Без рубрики
  2. 1-2
  3. 10205_wa
  4. 10500_wa4
  5. 10510_wa
  6. 10600_wa
  7. 1Win Brasil
  8. 1win Brazil
  9. 1win India
  10. 1WIN Official In Russia
  11. 1win Turkiye
  12. 1win uzbekistan
  13. 1winRussia
  14. 1xbet Russian
  15. ai chat bot python 10

তরুণ লেখক ও সাহিত্যক সাজেদুর আবেদীন শান্ত’র জন্মদিন আজ!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
ফেব্রুয়ারি ১, ২০২১ ১:১৭ অপরাহ্ণ
Link Copied!

রাশেদুল ইসলাম রাশেদ।। আজকের এই দিনে পৃথিবীতে আসেন তরুণ লেখক ও গণমাধ্যমকর্মী সাজেদুর আবেদীন শান্ত।

তিনি ২০০২ সালে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের পাকুরতলা গ্রামে জন্মগ্রহণ করেন। চাকুরীজীবী বাবা জয়নাল আবেদীন এবং গৃহিণী মা সাবিহা সুলতানা রিনার বড় সন্তান শান্ত বগুড়া জেলার সোনাতলা থানার টি এম মেমোরিয়াল একাডেমি স্কুল এন্ড কলেজ থেকে ২০১৭ সালে এসএসসি ও বগুড়ার সরকারী শাহ সুলতান কলেজ থেকে ২০১৯ সালে এইচএসসি পাশ করেন।

বঙ্গবন্ধু কলেজ, ঢাকায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) অধ্যয়নরত এই প্রতিভাধর তরুণ। তাছাড়াও তিনি জাতীয় দৈনিক আলোকিত সকাল ও অনলাইন পত্রিকা বাঙালি বার্তার স্টাফ রিপোর্টার হিসাবে কাজ করছেন।

এর আগে তিনি সংবাদ আজকাল পত্রিকার সাহিত্য সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও জাগো নিউজ, এনটিভি অনলাইন, রাইজিং বিডি, একুশে টিভি অনলাইন, দৈনিক খোলা কাগজ ও যায়যায়দিন পত্রিকায় ফিচার বিভাগে নিয়মিত লেখালেখি করেন।

সাজেদুর আবেদীন শান্ত’র প্রথম কবিতার বই ‘আষাঢ়, তুই এবং মৃত্যু ‘ আসছে এবারের বইমেলায়। শান্ত’র সম্পাদনায় প্রকাশিত হয় জনপ্রিয় সাহিত্য সাময়িকী ‘উন্মেষ’।

জন্মদিনে তরুণ এই কলম যোদ্ধার জন্য নিরন্তর শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুন