মুন্সীগঞ্জ প্রতিনিধি।। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে হেফাজত কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় আহত হয়েছেন শতাধিক ব্যক্তি।
জানা যায়, হরতালের সমর্থনে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জেরর সিরাজদিখানের নিমতলা এলাকায় মধুপুর পীর সাহেবের নেতৃত্বে মহাসড়ক অবরোধ করেছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। আজ সকাল থেকে বিদ্যুতের খুঁটি ফেলে ও টায়ার জ্বালিয়ে মহাসড়কটি অবরোধ করে রাখে তারা।
বেলা ১১টার দিকে পুলিশ ছাত্রলীগের সদস্যরা তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করে। এ সময় হেফাজতে আমির মধুপুর পীরসহ শতাধিক কর্মী অহত হন। একপর্যায়ে ফাঁকা গুলি ছুড়ে পুলিশ সদস্যরা। এ সময় ত্রি-মুখী ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
এ ঘটনায় সিরাজদিকান থানার ওসি সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জালাল উদ্দিনসহ হেফাজত নেতা মধুপুর পীর গুলিবিদ্ধ হন। পুরো এলাকা এখন থমথমে অবস্থা বিরাজ করছে।