রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় নির্মাণাধীন শৌচাগারের মেঝেতে পুঁতে রাখা ৯৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। এ ঘটনায় রুজেলা বেগম (৪০) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৯ জানুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। রুজেলা বেগম উপজেলার তালধারী গ্রামে মিনারুল ইসলামের স্ত্রী
প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিনারুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় মাদক ব্যবসায়ী রুবেল পালিয়ে যান। তবে তার মা রুজেলা বেগমকে আটক করে পুলিশ। তিনি বাড়ির নির্মাণাধীন শৌচাগারের মেঝেতে প্লাস্টিকের পাত্রে পুঁতে রাখা ফেনসিডিলের তথ্য দেন পুলিশকে। পরে মেঝে খুঁড়ে ৯৫ বোতল
ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৯৫ হাজার টাকা।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুজেলা বেগম দীর্ঘদিন ধরে মাদক কারবারে নিজের
সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।