কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লার চান্দিনায় জিন তাড়ানোর কথা বলে এক কলেজছাত্রীকে (১৮) ধর্ষণের অভিযোগ উঠেছে মো. শাহপরান নামের এক মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে। এ অভিযোগে তাকে আটক করে শুক্রবার বিকেলে কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার শাহপরান উপজেলার এতবারপর গ্রামের মো. সুন্দর আলী ছেলে। তিনি একই উপজেলার হারং গ্রামের উত্তরপাড়া এলাকার আল-করিম মাদ্রাসার শিক্ষক।
ভুক্তভোগী মেয়েটির পরিবারের বরাত দিয়ে চান্দিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামস্উদ্দিন মোহাম্মদ ইলিয়াছ প্রতিদিনের বাংলাদেশ কে জানান, ওই কলেজছাত্রী কয়েকদিন ধরে পেট ব্যথায় ভুগছিলেন। গ্রামের অনেকে মেয়েটির ওপর বদ জিনের আছর পড়েছে বলে মত দেয়। পরে জিন তাড়াতে ওই ছাত্রীর পরিবার মাদ্রাসাশিক্ষক শাহপরানের কাছে যান।
ওসি শামস্উদ্দিন আরো জানান, ওই ছাত্রী গত ১৪ ফেব্রুয়ারি প্রথমবার পানি পড়া আনার জন্য ওই শিক্ষকের কাছে যান। এভাবে দু’তিন দিন তাকে পানি পড়া দেয় ওই মাদ্রাসার শিক্ষক। সর্বশেষ গত ১৭ ফেব্রুয়ারি সকালে মাদ্রাসায় গেলে ওই শিক্ষক জিন চালান দেওয়ার কথা বলে ওই ছাত্রীকে মাদ্রাসার অফিস কক্ষে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনার গত বৃহস্পতিবার ওই ছাত্রী নিজেই বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। পরে পুলিশ অভিযান চালিয়ে মাদ্রাসাশিক্ষককে আটক করে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।