আশরাফুল হক, লালমনিরহাট।। লালমনিরহাট রেলওয়ে স্টেশনে ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মেহেরুন নাহার মেরী। স্টেশনে থাকা ছিন্নমূল মানুষের কথা চিন্তা করে বরাবরের মতো এবারও ছুটে এসেছেন মেরী।
তিনি লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড.আশরাফ হোসেন বাদলের পত্নী। বৃহস্পতিবার রাতে স্টেশনের শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছেন মেহেরুন নাহার মেরী। কম্বল পেয়ে খুশী স্টেশনে থাকা অসহায় মানুষ গুলো।
স্টেশনে থাকা অসহায় জোবেদা বেগম (৬০) বলেন, আমরা এই ঠান্ডায় স্টেশনে খুব কষ্টে থাকি। এখন দিনে ঠান্ডা না থাকলেও রাতে ঠান্ডা থাকে। এই শীতে শেষ রাতে সবাই যখন গায়ে গরম কাপড় জড়িয়ে আরামে ঘুমায় তখন আমরা স্টেশনে থাকা মানুষগুলো গরম কাপড়ের অভাবে কোনো রকম রাত কাটাই। তাই কম্বল পেয়ে আমরা উপকৃত হয়েছি।
আপনার মন্তব্য লিখুন