স্টাফ রিপোর্টারঃ আবহাওয়ার খবর: ২৮ জুন ২০২৩
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে রাজধানী ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের (চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর) আজকের আবহাওয়ার সংবাদ, ঘূর্ণিঝড় ও বৃষ্টির পূর্বাভাস কেমন থাকবে, আজকের আবহাওয়া বৃষ্টি হবে কি না এবং আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস বার্তার সর্বশেষ আপডেট।
আষাঢ়ের ১৪তম দিন আজ। দেশের কোথা না কোথাও প্রতিদিনই হচ্ছে বৃষ্টি। বুধবারও সকালেও ঢাকায় বৃষ্টি হয়েছে। এদিকে, ঈদের দিনেও বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজকের (২৮ জুন) আবহাওয়ার পরিস্থিতি তুলে ধরা হলো-
গতকালের সর্বোচ্চ তাপমাত্রা (সৈয়দপুর)
৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস
গতকালের সর্বনিম্ন তাপমাত্রা (কুতুবদিয়া)
২৩.৮ ডিগ্রি সেলসিয়াস
আজকের সর্বনিম্ন তাপমাত্রা (যশোর)
২৪.২ ডিগ্রি সেলসিয়াস
আজকে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা
২৫.২ ডিগ্রি সেলসিয়া্স
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।