ঢাকামঙ্গলবার , ১০ সেপ্টেম্বর ২০২৪
  1. ! Без рубрики
  2. 1-2
  3. 10205_wa
  4. 10500_wa4
  5. 10510_wa
  6. 10600_wa
  7. 1Win Brasil
  8. 1win Brazil
  9. 1win India
  10. 1WIN Official In Russia
  11. 1win Turkiye
  12. 1win uzbekistan
  13. 1winRussia
  14. 1xbet Russian
  15. ai chat bot python 10

গুদাম থেকে জব্দ করা সেই চাল দুস্থদের মাঝে বিতরণ, চেয়ারম্যানকে শোকজ!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
সেপ্টেম্বর ১০, ২০২৪ ১১:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

রাশেদুল ইসলাম রাশেদ: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের জব্দ করা ত্রাণের সেই চালগুলো সুবিধাভোগীদের হাতে তুলে দিয়েছেন উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশ’কে বিষয়টি নিশ্চিত করে বলেন, চালগুলো সুবিধাভোগীদের মাঝে তুলে দেয়া হয়েছে এবং এ ঘটনায় কাপাসিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মঞ্জু মিয়াকে শোকজ করে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

জানা গেছে গতকাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান নিজেই উপস্থিত থেকে সুবিধাভোগী ৩০০ পরিবারকে ১০ কেজি করে চাল তুলে দেন।

এর আগে ইউনিয়নের কছিম বাজারের গোডাউনে সিলগালা করা চালগুলো প্রথমে কাকড়ায় এবং পরে নৌকাযোগে নিয়ে যান বিতরণের জায়গায়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, পুলিশ প্রশাসন, গণমাধ্যম কর্মী, সংশ্লিষ্ট ট্যাগ অফিসার, ইউনিয়ন পরিষদ সচিব ও গ্রাম্য পুলিশসহ অনেকে উপস্থিত ছিলেন চাল বিতরণকালে।

এসব বিষয় নিয়ে কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম বলেন, সিলগালা করা চালগুলো সুবিধাভোগীদের মাঝে বিতরণের জন্য নির্দেশ দেই। পরে সে মোতাবেক সহকারী কমিশনার (ভূমি) সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে চালগুলো বানভাসিদের মাঝে বিতরণ করেন।

তিনি আরও বলেন, এর আগে গত রোববার রাতে সংবাদ পেয়ে ঘটনাস্থলে লোক পাঠাই। সেখানে ৩০ কেজি ওজনের ১০০ বস্তা চাল পাওয়া যায়। পরে সেগুলো সিলগালা করে রাখা হয়েছিল।

উল্লেখ্য, বন্যাদুর্গত মানুষের জন্য গত মাসের প্রথম সপ্তাহে চাল উত্তোলন করেন কাপাসিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মঞ্জু মিয়া। পরিষদে চালগুলো না রেখে কছিম বাজারের মো. জাহাঙ্গীর আলমের গোডাউনে রাখেন চেয়ারম্যান। বন্যা পার হলেও চালগুলো বিতরণ করেননি তিনি। এলাকাবাসীর ধারণা চালগুলো গোপনে বিক্রি করার জন্য চেয়ারম্যান গোডাউনে রেখেছেন। পরে সংবাদ পেয়ে উপজেলা প্রশাসনের নির্দেশে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল ঘটনাস্থলে অভিযান চালায়। ৩০ কেজি ওজনের ১০০ বস্তা চাল সেখানে পাওয়া যায়। পরে চালগুলো গোডাউনসহ সিলগালা করে রেখে ছিলেন উপজেলা প্রশাসন।

আপনার মন্তব্য লিখুন