গিন্নীর মুখে হাসি
শংকরী সাহা
কৃষক ভায়া বেজায় খুশি,
মাঠে সোনার ফসল ফলে
পত্নী তাহার বায়না ধরে
কিনবে গয়না পরবে গলে।
সারা বছর চাষের কাজে
গিন্নী থাকে সবুজ মাঠে
সুখের নীড়ে পাখি আসে
বধূ যায় নদীর ঘাটে।
চাষা বধূর সাধ যে মনে
সাজবে সদা সোনার হারে
মনে প্রাণে করছে কাজ
থাকবে না আর দেনা ধারে।
চাষার মনে অনেক আশা
সোনার ফসল বিক্রি করে
গিন্নীকে দেবে সোনার গয়না
নতুন ধানে গোলা ভরে।
চাষার ভায়া অনেক খুশি
মনটা ভরে মাটির ঘ্রাণে,
গিন্নীর মুখে ফুটবে হাসি
কৃষক ভায়া ভাবে মনে।
আরো পড়ুনঃ https://www.protidiner-bd.com/স্রষ্টার-মহিমা/
আরো পড়ুনঃ https://www.protidiner-bd.com/অব্যক্ত-ভালবাসা/
আপনার মন্তব্য লিখুন