মোঃ সাহাজুদ্দিন সরকার,গাজীপুর প্রতিনিধিঃ এলাকায় মাদিনাতুল উলুম মাদ্রাসায় শিশু নির্যাতনের সংবাদ প্রকাশ করায় কাশিমপুর প্রেসক্লাবের স্বৈরাচারী সভাপতি আমজাদ হোসেন অপরাধীদের সাথে আঁতাত করে ক্লাবের নিজ সদস্যদের ও অন্যান্য সংবাদকর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিকদের হেয় প্রতিপন্ন ও মানহানির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২৪ সেপ্টেম্বর)দুপুর ২.৩০ ঘটিকায় দিকে গাজীপুর জেলা প্রশাসন কার্যালের সামনে কাশিমপুর প্রেসক্লাবের স্বেচ্ছায় পদত্যাগকৃত সদস্য ও গাজীপুর জেলার সাংবাদিকবৃন্দ এর উদ্যোগে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উক্ত মানববন্ধনে বাংলা টিভির কাশিমপুর প্রতিনিধি হাসান সরকার,আনন্দ টিভির কাশিমপুর প্রতিনিধি মোত্তাসিম সিকদার রাজীব,দৈনিক সময় বায়ান্নর বিশেষ প্রতিনিধি ইউসুফ আলী খান,দৈনিক খোলা নিউজ বিডির সম্পাদক আরিফুল ইসলাম শাহীন,দৈনিক আমাদের সংবাদ এর স্টাফ রিপোর্টার মানসুরা আক্তার কাকুলী,দেশবন্ধু টিভির গাজীপুর প্রতিনিধি আসিফ হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।