ঢাকারবিবার , ২ ফেব্রুয়ারি ২০২৫
  1. ! Без рубрики
  2. 1-2
  3. 10205_wa
  4. 10500_wa4
  5. 10510_wa
  6. 10600_wa
  7. 1Win Brasil
  8. 1win Brazil
  9. 1win India
  10. 1WIN Official In Russia
  11. 1win Turkiye
  12. 1win uzbekistan
  13. 1winRussia
  14. 1xbet Russian
  15. ai chat bot python 10

গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি ক্লাবের পুনঃজাগরণ

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
ফেব্রুয়ারি ২, ২০২৫ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

মোঃ সাহাজুদ্দিন সরকার, গাজীপুর প্রতিনিধি।। গাজীপুরের কালিয়াকৈর সফিপুর আদর্শ-গ্রাম হিসেবে পরিচিত আন্দারমানিকে আনুষ্ঠানিক ভাবে “আন্দারমানিক আনসার ও ভিডিপি ক্লাবের” পুনঃজাগরণ হয়েছে। পুনঃজাগরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারুক আহমেদ, পিভিএম (জেলা কমান্ড্যান্ট, আনসার ভিডিপি গাজীপুর)।

এসময় তিনি বলেন, আনসার ও ভিডিপি ক্লাব সমিতি বাহিনীর স্বেচ্ছাসেবী ভিডিপি সদস্যদের মূল চেতনা, আবেগ ও আভিজাত্যের প্রতীক। দেশের তৃণমূল পর্যায়ে বিস্তৃত লাখো মানুষকে বাহিনীর ছাতার নিচে সংগঠিত করে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী হিসেবে গড়ে তুলতে আনসার-ভিডিপি ক্লাব সমিতিগুলো অনবদ্য ভূমিকা রেখে চলেছে। ক্লাব-সমিতিকে কেন্দ্র করে বাহিনী কর্তৃক বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে সদস্যগণ দেশের জননিরাপত্তা, বেকারত্ব দূরীকরণ, বিভিন্ন দুর্যোগে স্বেচ্ছাসেবী হিসেবে মানুষের পাশে দাঁড়ানোসহ প্রান্তিক পর্যায়ে আর্থ-সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। স্বাবলম্বী হচ্ছেন প্রান্তিক জনগণ। নতুন নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে অর্থনীতির চাকা সচল রাখা সম্ভব হচ্ছে। পরিতাপের বিষয় হলো সময়োপযোগী উদ্যোগ গ্রহণের ঘাটতি এবং প্রান্তিক পর্যায়ে দক্ষ সংগঠকের অভাবে অনেক ক্লাব সমিতি আজ মৃতপ্রায়। কালের বিবর্তনে জৌলুস হারিয়েছে অনেক আনসার ভিডিপি ক্লাব সমিতি।

বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি দায়িত্ব গ্রহণের পর থেকেই সারাদেশে ক্লাব সমিতিগুলো পুনরুজ্জীবিত করতে নানা কার্যকরী উদ্যোগ গ্রহণ শুরু করেন। এরই ধারাবাহিকতায় সঠিক উদ্যোগ গ্রহণের ফলে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় “আন্দারমানিক আনসার ও ভিডিপি ক্লাব-সমিতি” এর পূনঃজাগরণ ঘটেছে। ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত এই ক্লাব সমিতিকে কেন্দ্র করে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও স্বনির্ভর বাংলাদেশের যৌথ উদ্যোগে আন্দারমানিক গ্রামটিকে স্বনির্ভর আদর্শ গ্রাম করার পরিকল্পনা গ্রহণ করা হয়। প্রতিষ্ঠাকালে ক্লাবটিকে সেলাই মেশিন, রেডিও, ক্যারামবোর্ড, টর্চ লাইট, ফুটবল, ভলিবলসহ বিভিন্ন সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়। পরবর্তীতে ১৯৮৪ সালের ১২ই ফেব্রুয়ারি তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি গণশিক্ষা কার্যক্রম, বয়স্ক শিক্ষা, পরিবার পরিকল্পনা কার্যক্রম ‌ও দারিদ্র্য বিমোচনে অসামান্য অবদান রাখায় এই ক্লাবটিকে ১০ হাজার টাকা পুরস্কার প্রদান করেন।

মহাপরিচালকের নির্দেশনায় গত ৩০/০১/২০২৫ খ্রি. তারিখে জেলা কমান্ড্যান্ট, গাজীপুর এর নেতৃত্বে পুনঃগঠিত “আন্দারমানিক আনসার ও ভিডিপি সমিতি” সকল স্তরের সদস্য ও স্থানীয় জনসাধারণকে সাথে নিয়ে নতুন করে যাত্রা শুরু করে। ক্লাবের এই পুনঃজাগরণ সদস্যদের নবচেতনায় উজ্জীবিত করে। ক্লাবটির পূর্বের ঐতিহ্য ও আভিজাত্য ফিরিয়ে এনে স্থানীয় মানুষের সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করে এলাকার আর্থ-সামাজিক উন্নয়নের জন্য নানা কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। আন্দারমানিক আনসার ও ভিডিপি সমিতির ন্যায় দেশব্যাপী আরোও অসংখ্য ক্লাব-সমিতিকে নতুনভাবে ঢেলে সাজানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মন্তব্য লিখুন