ঢাকাবুধবার , ১০ মার্চ ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধার সুন্দরগঞ্জে ৩ মাদক কারবারী আটক!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মার্চ ১০, ২০২১ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

আল আমিন খন্দকার,স্টাফ রিপোর্টার।। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাদক বিক্রি ও সেবনকালে ৩ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (১০ মার্চ) ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ-আল-মারুফ এ কারাদন্ডাদেশ প্রদান করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটি গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ইউএনও মোহাম্মদ-আল-মারুফ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আনোয়ারুল হাবিবের নেতৃত্বে বুধবার সকালে অভিযান পরিচালনা শুরু করেন। অভিযান পরিচালনা করে মাদক সেবনকালে ৩ জনকে আটকসহ কিছু গাঁজা, গাঁজা সেবনের উপকরণ জব্দ করেন। আটককৃতরা হলেন উপজেলার হুড়াভায়াখাঁ গ্রামের নুরুল হক প্রামাণিকের ছেলে আঙ্গুর রহমান (৩৮), পূর্ব বাছহাটি গ্রামের ইদ্রিস আলীর ছেলে জুয়েল মিয়া (২৭) ও একই গ্রামের আজগর আমীনের ছেলে রঞ্জু মিয়া (৪০)।

এদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়। পরে জব্দকৃত গাঁজা ও উপকরণ আগুনে পুড়িয়ে ফেলা হয়। এ অভিযানে অংশ নেন গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক শাকিলার রহমান, শাহ-আলম, মামুন-উর রশিদ, সিপাহী নাসির উদ্দিন, আরিফুল ইসলামসহ সুন্দরগঞ্জ থানার পুলিশ সদস্যরা।

উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোহাম্মদ আল-মারুফ বিষয়টি নিশ্চিত করেন।

আপনার মন্তব্য লিখুন