মনিরামপুর (যশোর) প্রতিনিধি।। যশোরের মনিরামপুরে অপহরণের পাঁচ ঘণ্টা পর গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে জিম্মিদশা থেকে কৌশলে পালিয়ে রক্ষা পেয়েছে স্কুলছাত্র নাইম হোসেন। নাইম উপজেলার খেদাপাড়া ইউনিয়নের গরিবপুর গ্রামের কৃষক মহসিন আলীর একমাত্র ছেলে। সে উপজেলার হেলাঞ্চী কৃষ্ণবাটি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
মহসিন আলী জানান, সোমবার বিকেলে ৩টার দিকে তার ছেলে বাড়ি থেকে হেঁটে হেলাঞ্চী গ্রামের শিক্ষক হেলাল উদ্দিনের কাছে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে রওনা হয়। নাইম জানায়, পথিমধ্যে গরিবপুর শ্মশানঘাটের কাছে পৌঁছালে পেছন থেকে দুটি মোটরসাইকেলে চার যুবক এসে তার গতিরোধ করে। এ সময় দুই যুবক নাইমকে মুখ বেঁধে জোর করে মোটরসাইকেলে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়।
নাইম জানায়, অপহরণের পর তাকে নিয়ে যশোর শহরের উপশহর এলাকায় তিনতলা একটি ভবনের নিচের পরিত্যক্ত একটি কক্ষে রাখা হয়। এ সময় ওই কক্ষে তার বয়সী আরও দুই কিশোরকে রাখা হয়। নাইম জানায়, সন্ধ্যায় অপহরণকারী দুই যুবক তার মোবাইল থেকে নাইমের বাবার কাছে মুক্তিপণ হিসেবে ২০ হাজার টাকা দাবি করে। এদিকে এক পর্যায়ে রাত ৮টার দিকে পরিত্যক্ত ওই কক্ষের ভেন্টিলিটার ভেঙে নাইম পালিয়ে আসে।