ঢাকাসোমবার , ১২ ফেব্রুয়ারি ২০২৪
  1. অপরাধ ও আদালত
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ডেস্ক
  5. কৃষি ও অর্থনীতি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. নির্বাচন
  11. বানিজ্য
  12. বিনোদন
  13. ভিডিও গ্যালারী
  14. মুক্ত মতামত ও বিবিধ কথা
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

কোনাবাড়ীতে অসামাজিক কার্যকলাপে জড়িত গ্রেফতার ৫

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
ফেব্রুয়ারি ১২, ২০২৪ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

মোঃ সাহাজুদ্দিন সরকার গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরীর কোনাবাড়ী মেট্রোথানাধীন
জরুন পশ্চিমপাড়া মৃত বাদল খানের বাসা থেকে গত ১১ ফেব্রুয়ারী রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাকৃতরা জরুন পশ্চিমপাড়া মৃত বাদল খান ও লাভলী খানের বাসায় দীর্ঘদিন যাবত অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল।
অফিসার ইনচার্জ কোনাবাড়ী থানা এর নির্দেশে এস আই আবু সাঈদ, এস আই কাশেম, এস আই রাশেদ সঙ্গীয় নারী ফোর্স সহ জরুন পশ্চিমপাড়া মৃত বাদল খান ও লাভলী খানের বাসা থেকে তাদের গ্রেফতার কারা হয়।

গ্রেফতারকৃতরা হলো
১/বগুড়া জেলার নন্দী থানার মৃত জসিম উদ্দিনের মেয়ে শাহানাজ (৪৫) জরুন পশ্চিপাড়া মৃত বাদল খানের বাসার ভারাটিয়া ।
২/ রংপুর জেলার মিঠাপুকুর থানার সূর্য মিয়ার মেয়ে সাজেদা খাতুন (২০) মৃত বাদল খানের বাসার ভারাটিয়া।
৩/সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার আলতাব হোসেনের মেয়ে কল্পনা (৩০) মৃত বাদল খানের বাসার ভারাটিয়া।
৪/ নওগাঁ জেলার আত্রাই থানার মৃত নিখিল শিং এর মেয়ে শ্যামলী রানী (২৮) জরুন পশ্চিমপাড়া বধুর বাসার ভারাটিয়া।
৫/ যশোর জেলার বাঘারপাড়া থানার কিসমত এর মেয়ে রিনা (২৫) মৃত বাদল খানের বাসার ভারাটিয়া।
তাদের বিরুদ্ধে ২৯০ পেনাল কোডের ধারায় আদালতে প্রেরন করা হয়।