লালমনিরহাটের কালীগঞ্জে জমিজমার মামলায় হারিয়ে জোড়পূর্বক গাছ কাটাসহ জমি জবর দখলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আদালতে পাল্টাপাল্টি মামলা হলেও যার পক্ষে আদালত রায় দিয়েছে তারা কোন ভাবে পাত্তায় পাচ্ছে না মামলায় হেরে যাওয়া প্রতিপক্ষের সাথে। তারা জমি জবর দখলসহ জোড়পূর্বক গাছপালা কেটে লুটপাট করছেন।
মামলার বিবরণ সুত্রে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার তালুক বানীনগর গ্রামের ফজলুর রহমানের পুত্র আবুল ফজল মোঃ আখতারুজ্জামান, আবুল ফজল মোঃ বদিয়জ্জামান, আবুল ফজল মোঃ সাইয়েদুজ্জামান ও আবুল ফজল মোঃ শামদুদ্দোহা গং এর তফশীল লালমনিরহাট, থানা কালীগঞ্জ, রুদ্রেশ্বর মৌজার জে.এল নং-৬৪ ও সি.এস খং নং-২৪৮, মোট ২.০৮ একর জমির মধ্যে ১.৮৩ (৩/৪) একর নালিশী জমি রয়েছে। কিন্তু কাকিনা এলাকার কাছিমুদ্দিনের পুত্র দবি মিয়া, ফজলু মিয়া, বদিয়ার ও অপিচার। সাপান শেখের পুত্র হয়রত আলী। হয়রত আলীর পুত্র আঃ রাজ্জাক, কাওছার আলী, আমজাদ হোসেন। ছফর উদ্দিনের পুত্র মকছুল। সেকেন্দর আলীর পুত্র রফিকুল ইসলাম গং এর সাথে দীঘদিন যাবত মামলা মোকদ্দমা চলছিল। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা সহকারী জজ এর আদালতে ২০১০ইং সালের অন্য-৪৬/১০নং মোকদ্দমা। নালিশী জমি বাবদ অত্রাদালতের অন্য-২৯/৮৪ইং নম্বর মোকদ্দমা ভিত্তিতে লালমনিরহাট বিজ্ঞ সাব জজ আদালতের অন্য আপীল-৩৫/৮৫ইং নম্বর মোকদ্দমার গত ২৮/০৩/৮৭ইং তারিখে রায় এবং ১৯/১২/৮৮ইং তারিখে ডিক্রি অত্র বাদীগনের উপর বাধ্যকর নহে। অন্য-১৪৫/০৮ইং নম্বর মোকদ্দমা গত ০৩/০৮/০৯ইং তারিখে একতরফা রায় এবং গত ১৬/০৮/০৯ইং তারিখে একতরফা ডিক্রির জেলা তফশীল লালমনিরহাট, থানা কালীগঞ্জ, মৌজা রুদ্রেশ্বর, জে.এল.নং-৬৪, সি.এস খং নং-২৪৮ মোট জমি ২.১২ একর। যার এস.এ খং নং-১৯২ ও ১৪০ দাগে মোট ২.০৮ একর জমির মধ্যে ১.৮৩ (৩/৪) একর নালিশী জমি বটে। সহকারী জজ, আদালত, কালীগঞ্জে অত্র মোকদ্দমা বাটোয়ারা ঘোষণামুলক ডিক্রি ও ডিক্রিরদের প্রার্থণায় আনিত অত্র মোকদ্দমা ১নং বিবাদীর বিরুদ্ধে দো-তরফা সূত্রে ও অন্যান্য বিবাদীদের বিরুদ্ধে একতরফা বিনা খরচে ডিক্রি ঘোষণা করেন।
এ বিষয়ে তালুক বানীনগর গ্রামের ফজলুর রহমানের পুত্র আবুল ফজল মোঃ শামদুদ্দোহা বলেন, দবি মিয়া, ফজলু মিয়া, বদিয়ার, অপিচার, হয়রত আলী, আঃ রাজ্জাক, কাওছার আলী, আমজাদ হোসেন, মকছুল, রফিকুল ইসলাম গংরা একটি সঙ্গবন্ধচক্র। তারা মামলায় হারিয়ে গিয়ে জোড়পূর্বক ওইসব জমির গাছ কাটাসহ জমি জবর দখল করে রেখেছেন। জমি-জমার ঘটনায় আদালতে পাল্টাপাল্টি মামলা হলেও আমাদের পক্ষে আদালত রায় দিয়েছে। অখচ তারা জমি জবর দখলসহ জোড়পূর্বক গাছপালা কেটে লুটপাট করছেন।