কপট বিশা
ইসমাইল হোসেন
বদলে গেছে হোদল বিশা
বদলেছে তার দিন
ঘরে বসে ভাবে বিসু
ঢের দিয়েছে ঋণ।
বোনকে দিছে লক্ষ টাকা
ভাইকে কিনে গাড়ী
নতুন ধনী কপট বিশু
থাকে শ্বশুরবাড়ি।
দুহাতে সে নেয় টেনে ধন
ভাবে বুঝি সারছে দায়
নিজের পকেট করে ভারি
চিন্তা শুধু ধন বিলায়।
ভদ্রলোকে যায়না যেথা
বিশু সেথা খায় বসে
বৌ পুলাপান ফাঁকি দিয়ে
আয়েশে দিন কাটায় সে।
কল্পনাতে বিলায় কড়ি
চলতো সেদিন ভিক্ষ মেগে
ভোগে তাহার খুব লালসা
উচিৎ কথায় যায় রেগে।
আপনার মন্তব্য লিখুন