ঢাকাসোমবার , ৩০ নভেম্বর ২০২০
  1. ! Без рубрики
  2. 1-2
  3. 10205_wa
  4. 10500_wa4
  5. 10510_wa
  6. 10600_wa
  7. 1Win Brasil
  8. 1win Brazil
  9. 1win India
  10. 1WIN Official In Russia
  11. 1win Turkiye
  12. 1win uzbekistan
  13. 1winRussia
  14. 1xbet Russian
  15. ai chat bot python 10

এখন শিক্ষার্থীরা পত্রিকা না পড়ে ফেসবুকের লাইক কমেন্ট নিয়ে ব্যাস্ত থাকেঃ জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
নভেম্বর ৩০, ২০২০ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

সাংবাদিকতার করতে হলে অনেক নিয়ম নীতি মানতে হবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সাংবাদিকরা দেশের কোন নিয়মনীতি মানেননা। বাংলাদেশ একটি স্বাধীন দেশ, লেখার স্বাধীনতা আছে, বলার স্বাধীনতা আছে, সকল সাংবাদিকদের সেই সাধীনতার মর্যদার রাখতে হবে। এমন কোন বিষয় লেখা যাবেনা যাতে কারো সন্মান হানী হয়। দেশের ক্ষতি হয় সেদিকে সবসময় সতর্ক থাকতে হবে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ’র (পিআইবি) প্রশিক্ষনের সমাপনিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দিতে গিয়ে ফেনীর জেলা প্রশাসক এসব কথা বলেন। জেলা প্রশাসক বলেন সাংবাদিকরা সমাজের সত্যকথা গুলি বের করে আনতে পারেন। কিন্তু সাংবাদিক যাদি মিথ্যুক হয় তাহলে তিনি কিভাবে লুকিয়ে থাকা সত্য ঘটনা বের করে আনবেন।

সাংবাদিকরা পেশায় যেমন স্বাধীন যেমনি তাদের কর্মেও সাধীনতা আছে। কিন্তু সাংবাদিকদের অর্থের সাবাধীনতা নেই । কর্মের স্বাধীনতা থাকলে সাংবাদিকদের অর্থের সাধীনতা না থাকায় অনেক সাংবাদিক চরম অর্থ সংকটে থাকেন। অনেকের অর্থ অভাবে মানবেতর জীবন যাপন করতে দেখা যায়।
জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান আরো বলেন এখনকার ছেলে মেয়েদের সংবাদপত্র পড়তে দেখা যায়না। তারা বেশী ভাগ সময় কাটান ফেসবুকে। সারাদিন ফেসবুক দেখেন বিভিন্ন কিছু দেখে লাইক দেন কমেন্টস করেন। ফেসবুকের কোন বিষয় অপ্রছন্দ হলে মাঝে মাঝে ফেসবুকে কমেন্টেসে গালিগালাজ করেন।
উপজেলা পর্যায়ের জাতীয় দৈনিকে কর্মরত সাংবাদিকদেও ৩দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের সামাপনি অনুষ্ঠানে জেলা প্রশাসক এসব কথা বলেছেন।

এসময় আরো বক্তব্য রাখেন এলজিইডির প্রকেীশলী, সময় টিভির ব্যুরো চিপ বখতেয়ার মুন্না, ডিবিসি নিউজের আবু তাহের ভুইয়া, যমুনা টিভির প্রতিনিধি আরিপুর রহমান এবং পিআইবির কর্মকর্তা বারেক কায়সার সহ প্রমুখ।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) উদ্যোগে ফেনী প্রেসক্লাব আয়োজিত তিন ক্যাটাগরীতে ৮ দিনব্যাপী প্রশিক্ষণের বুধবার (২৫ নভেম্বর) শুরু হয়েছে। এর পর শিশু ও নারী উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ এবং বুনিয়াদী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। তিন ক্যাটাগরীতে জেলা-উপজেলার এক’শ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন।

আপনার মন্তব্য লিখুন