মোঃ ইব্রাহিম আলী।। নাটরের সিংড়ায় হঠাৎ করেই বিভিন্ন মাঠের ইরি ধান ক্ষেতে কারেন্ট পোকার আক্রমনে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা । ইরি মৌসুমের প্রায় শেষ সময়ে এসে ধানের শীষ বের হওয়া ও আধা-পাকা ধানের ক্ষেতেই হঠাৎ করেই আক্রমন কারেন্ট পোকা। ফলে মাথার ঘাম পায়ে ফেলে জমিতে ফলানো ইরি ধান রক্ষার জন্য বাজার থেকে বিভিন্ন কোম্পানীর কিটনাশক কিনে ধানের ক্ষেতে স্প্রে করে ধান রক্ষার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে কৃষকরা।
উপজেলার সাধারন কৃষক এক সপ্তাহ পূর্বে হাঁসি মুখেই বলেছিলেন এবার সিংড়া উপজেলা ধানের বাম্পার ফলন হবে এবং বাজারে যদি নায্য (ধানের দাম ভালো) থাকে সেক্ষেত্রে বিগত বছর গুলোতে যে লোকসান হয়েছে তা পুশিয়ে নিয়ে লাভের মুখ দেখবেন কৃষক । অথচ সপ্তাহর ব্যবধানে হঠাৎ করেই উপজেলার বিভিন্ন গ্রামে ইরি ধানের ক্ষেতে কারেন্ট পোকা আক্রমন করায় ইতিমধ্যেই কৃষক এর সেই হাঁসিমুখ এখন মলীন হয়ে পড়েছে।