মনজু হোসেন,স্টাফ রিপোর্টারঃ পঞ্চগড়ের দেবীগঞ্জে অনুষ্ঠিত আঞ্চলিক ইজতেমার আখেরী মোনাজাত শেষে বাড়ি ফেরার সময় বাস উলটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। এতে একজনের প্রাণহানিসহ আহত হন অন্তত ৩০ জন।
শনিবার (০৪ মার্চ) বেলা ১২টায় দেবীগঞ্জে আঞ্চলিক ইজতেমার আখেরী মোনাজাত শেষে পঞ্চগড় সদরের দশমাইল নামক এলাকার উদ্দেশ্যে রিজার্ভ বাসে রওনা দেন মুসল্লিরা। পরে দুপুর দেড়টায় উপজেলার লক্ষীরহাটে যাওয়ার আগে বুড়াবুড়ি মন্দিরের পাশে পেছন দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গেলে বাসের চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়কে উলটে যায়। বাসে ৪২ জন মুসল্লি, চালক ও চালকের সহযোগী ছিলেন।
বাসে থাকা সকল মুস্ললি পঞ্চগড় সদর উপজেলার বাসিন্দা বলে নিশ্চিত হওয়া গেছে। তারা দেবীগঞ্জে অনুষ্ঠিত আঞ্চলিক ইজতেমায় যোগ দিয়েছিলেন।
নিহত মুসল্লির নাম স্বপন (২৩)। তিনি দশমাইল এলাকার মৃত কাশেম আলীর ছেলে।
দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ সূত্র জানায়, গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জনকে রেফার্ড করা হয়েছে এবং অন্তত ২৬ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দেবীগঞ্জ থানার ওসি (তদন্ত) রনজু আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।