ঢাকামঙ্গলবার , ২ ফেব্রুয়ারি ২০২১
  1. অপরাধ ও আদালত
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ডেস্ক
  5. কৃষি ও অর্থনীতি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. নির্বাচন
  11. বানিজ্য
  12. বিনোদন
  13. ভিডিও গ্যালারী
  14. মুক্ত মতামত ও বিবিধ কথা
  15. রাজনীতি

অস্ত্রসহ ২ রোহিঙ্গা আটক টেকনাফে

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
ফেব্রুয়ারি ২, ২০২১ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারের টেকনাফে অস্ত্রসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হলো ছৈয়দ হোসেন (৫৫) ও বদি আলম (২০)। তারা টেকনাফের ২৬ নম্বর শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের এ-৩ এবং মুচনি রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের সদস্য।

র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ জানান, সোমবার উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার ওমরখাল ব্রিজ সংলগ্ন নুর হাসেমের বাড়ির কয়েকজন অস্ত্রধারী ব্যক্তির অবস্থানের গোপন খবরে র‌্যাবের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুটি বস্তা ফেলে ১০ জন পালিয়ে যায় এবং ধাওয়া দিয়ে দুই রোহিঙ্গাকে আটক করা হয়। পরে আটক দুজনের তথ্যে ওই বস্তাগুলো থেকে দেশীয় দশটি বন্দুক উদ্ধার করা হয় বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।